মো. ইকবাল হোসেন, সাতকানিয়া, (চট্টগ্রাম) প্রতিনিধি:
উপজেলার চরতী ইউনিয়নের মো. ইকবাল হোসেন (২২) নামের স্থানীয় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় ৪নং ওয়ার্ডের রাস্তায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ১নং চরতি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শ্যামলবাংলাকে বলেন, প্রাথমিক তদন্তে অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা যাচ্ছে। তবে, ময়নাতদন্তের পর জানা যাবে বিস্তারিত।
সাতকানিয়া থানা পুলিশ গণমাধ্যমকে বলেন, মৃত্যুর কোন কারণ এখনো খুঁজে পাইনি। প্রাথমিক সুরতহালে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টেমের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তারপর বিস্তারিত জানা যাবে।