শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
রাউজান জলীল নগর ব্যবসায়ী সমিতির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন এবং রাউজান পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে রাউজান জলীলনগর ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানী।সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসাইন বাবু এবং বাসু পালিতের যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী রাউজান পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।প্রধান অথিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, দিলীপ কুমার চৌধুরী।বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি আলহাজ্জ মালেক সিদ্দিকী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, রাউজান পৌরসভা আওয়ামীলীগে যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, জলিল নগর ব্যবসায়ী সমিতির সি. সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম সওদাগর, আবু তাহের সওদাগর, মো. শরিফ শফি, নুরুচ্ছাপা সওদাগর, আলহাজ্ব ডা. মো. নুরুল হুদা বি.এ, নাঈম উদ্দিন খোকন, ফোরকান মেম্বার, সহ-সাধারণ সম্পাদক শাহাজান তালুকদার, মো. আবু জাফর, মোসাদ্দেক টিটু, মো. আবদুল আওয়াল সুজন, মাহাবুল আলম, হাফেজ তাজুল ইসলাম, কাশেম মেম্বার,মো. আরমান,রুপঙ্কর, জামাল,সেলিম, শাহেদ প্রমূখ।