1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের পাটগ্রামে জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী চিকিৎসা শেষে বাসায় ফিরলেন জামায়াত আমির মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় স্বাক্ষর নতুন সমাজব্যবস্থা গড়ে তুলবে বাংলাদেশ জামায়াতে ইসলামী- ড. হেলাল উদ্দিন  পুরো আসনের ফল বাতিল করতে পারবে ইসি, ফিরছে ‘না’ ভোট ইসলামী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উদযাপন ও দোয়া অনুষ্ঠিত কিশোরগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০ চৌদ্দগ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

লালমনিরহাটের পাটগ্রামে জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ১৪২ বার

লালমনিরহাটের পাটগ্রামে জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি। ১২ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসকের হাতে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন​ জেলা প্রশাসকের গঠিত তিন সদস্যর তদন্ত কমিটি।

তদন্ত জমাদেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টি.এম.এ মোমিন,​ অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাইদুল ইসলাম।

এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টি.এম. এ মোমিনকে প্রধান করে তিন কার্যদিবস সময় দিয়ে​ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কয়েক দফায় সময় নিয়ে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টি.এম.এ মোমিন সাংবাদিকদের জানান, তিন কার্যদিবস থেকে সময় বাড়িয়ে ৯ কার্যদিবস সময় নেয়া হয়। সময় মত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তদন্ত করে কোরআন অবমাননার কোন সত্যতা পাওয়া যায়নি। এটি স্রেফ একটি গুজব। গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন বিষয়ে বলেন, তদন্ত কার্যে মোট ৫০জনের লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহন করে তদন্ত কমিটির ৭টি সভা করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। ৬টি অধ্যায়ে ৪২টি অনুচ্ছেদে ৭৩পাতা সংযুক্তিতে মোট ৬ পাতার তদন্ত প্রতিবেদনটি প্রস্তুত। ঘটনার ভুমিকা, বিবরন, অধিক তথ্যানুসন্ধান, গভির পর্যবেক্ষন, সুপারীশমালা ও মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনটিতে ৪টি সুপারীশ স্থান পেয়েছে বলেন তদন্ত কমিটির প্রধান।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ঘটনার গভীরে যেতে এবং নিবির পর্যবেক্ষনের জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১৭-২০ টি ভিডিও ক্লিপ সংগ্রহ করেছি। এসব দেখেও অনেক তথ্য উপাত্ত পেয়েছি।

লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছি। সেখানে বলা হয় কোরআন অবমানানার মত কোনো কাজ শহিদুন্নবী জুয়েল করেনি। শুধু গুজব ছড়িয়ে পিটিয়ে-পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত প্রতিবেদনটি​ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

উল্লেখ্য গত ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে শনিবার (৩১ অক্টোবর) একটি মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন সময়ে মোট ৩২জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১০জনকে রিমান্ডে নেয় পুলিশ। গ্রেফতার কৃত আসামিরা সবাই বুড়িমারী এলাকার বাসিন্দা।

নিহত যুবক রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে শহিদুন্নবী জুয়েল। সুলতান রুবায়াত সুমন নামে এক সঙ্গীসহ বুড়িমারী বেড়াতে আসেন শহিদুন্নবী জুয়েল।​ ওই দিন বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net