বিশেষ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার সেকেন্ডে অফিসার এসআই জুবায়ের মৃধা জেলার শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন কনফারেন্স হলরুমে মাসিক কল্যান সভায় এ সম্মাননা পদক ক্রেস্ট ও চেক তুলে দেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।
এসময় মুন্সীগঞ্জ জেলার সকল পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তিনি একজন দক্ষ নিষ্ঠাবান ও সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে বিট এলাকা ৭নং বালুচর ইউনিয়নে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ, ধর্ষন নির্মূলসহ বালুচর এলাকার অপরাধ মূলক কর্মকান্ড দমনে সক্রীয় থেকে দায়িত্ব পালন করছেন।
পর পর ২য় বার জেলা শ্রেষ্ঠ পদক প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন বিট এলাকাসহ তার সকল সহকর্মীরা।
উল্লেখ্য, প্রতিমাসে জেলা পুলিশ সুপার কার্যালয়ের আওতাধীন অফিসারদের মাদকসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ অফিসারদের এ পদক প্রদান করা হয়।