পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদী জেলার পলাশ উপজেলায় স্বামীকে অস্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পলাশের এক কাপড় ব্যাবসায়ীর বিরুদ্ধে। আজ ৮ নভেম্বর রবিবার সকালে ধর্ষণের স্বীকার ঐ গৃহবধূ বাদী হয়ে পাপ্পু খন্দকার (৩০)পিতা সাত্তার খন্দকার ও তার সহযোগী শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে পলাশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং (০৭)।
পুলিশ ও নির্যাতিত পরিবারের সাথে কথা বলে জানা যায়, ঐ গৃহবধূর স্বামী পাপ্পু খন্দকারের ব্যাক্তিগত গাড়ি চালাতেন। গত কয়েক মাস ধরে বেতন না দেওয়া পরিবারটি মানবেতর জীবনযাপন করছিল।এক পর্যায়ে টাকা চাইতে গেলে গত ২৬ অক্টোবর দিবাগত রাতে টাকা দেওয়ার কথা বলে গাড়িচালক জাকারিয়া ও তার স্ত্রীকে ব্যাক্তিগত ব্যাবসা প্রতিষ্ঠানে ডেকে নেন পাপ্পু খন্দকার। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়।গত কয়েকদিন ধরে পাপ্পু খন্দকার ঐ গাড়ি চালকের স্ত্রীকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে আসছিল। এক পর্যায়ে বিষয়টি মেনে নিতে না পেরে গৃহবধূ বাদী হয়ে পলাশ থানায় উপরোক্ত মামলাটি দায়ের করেন। ধর্ষণের স্বীকার ঐ গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত পাপ্পু খন্দকার ও তার সহযোগী শাহাদাৎ পলাতক রয়েছে বলে জানা গেছে। তবে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে অভিযান চলছে বলে, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দীন জানিয়েছেন।