গাইবান্ধা প্রতিনিধি
পিডিবি ও নেসকো কর্তৃক অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন না করে গ্রাহকের প্রতি নির্যাতনমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রী বরাবরে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
শহরের গোরস্থান রোডে আসাদুর রহমান শাহীনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির জেলা সহ-সভাপতি দেবল কুমার, সাধারণ সম্পাদক আনাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান সুমন, আব্দুল হালিম, মাহবুব মিয়া, সাইফুল ইসলাম, আবুল কালাম, ঋষিকেশ, আওলাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পিডিবি তদন্ত কমিটি ৫ কোটি ২৭ লাখ টাকা বিল সংশোধনের সিদ্ধান্ত নিলেও এখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীরা তা আজ পর্যন্ত বিল সংশোধন করেনি। এখন পর্যন্ত ৪০ শতাংশ সেচ পাম্পের বিল সংশোধন না করে ২০১৯ ও ২০২০ সেচ মৌসুমে সেচ পাম্প গ্রাহকদের আরো বিল বেশী করেছেন। অন্যদিকে এ সমস্ত সেচ পাম্প মালিকদের উপর আবার হয়রানীমূলক মামলা দিয়ে তাদেরকে হয়রানী করছেন। বক্তারা অবিলম্বে বিল সংশোধন ও মামলা প্রত্যাহারে দাবি জানান। বক্তারা আরও বলেন জেলার অনেক বসতবাড়িতে অতিরিক্ত বিল করে গ্রাহকদের হয়রানী করছে, তাদের বিল সংশোধন করে সমস্ত বিল মিটারের সাথে সমন্বয় করে সকল বন্ধ পাম্পের বিল বাতিল করারও দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধন না করে গ্রাহকের প্রতি নির্যাতনমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, বিদ্যুৎ বিল সংশোধনের জন্য যে সকল আবেদন কর্তৃপক্ষকে দেয়া হয়েছে তাদের উপর দায়েরকৃত সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার, দায়ী অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তাদের দিয়ে বিল সংশোধন কার্যক্রমের তদন্ত করার দায়িত্ব না দেয়া, অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সকল বন্ধ পাম্প ও আংশিক বন্ধ পাম্পের সমস্ত বিদ্যুৎ বিল বাতিল, সকল সেচ পাম্প শতভাগ মিটারের আওতায় এনে পূর্বের আবেদনকৃত সমস্ত মিটারের সংযোগ নিশ্চিত করা, কোন টালবাহানা না করে সকল সেচ পাম্প পর্যন্ত স্ট্যান্ডার্ড বিদ্যুৎ লাইন করা ও বকেয়া বিদ্যুৎ বিল আংশিক পরিশোধ করার সুযোগ দিতে হবে।