আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
দিনে এনে দিনে খাওয়া আট সদস্যের পরিবার নিয়ে ভালোভাবেই দিনাতিপাত করছিলো পূর্ণ কান্তি ত্রিপুরা। কিন্তু হঠাৎ করেই আগুনে সর্বস্ব হারিয়ে এখন পাহাড়ের তীব্র শীতের মধ্যেই খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে পূর্ণ কুমার ত্রিপুরার পরিবারদের সাথে নিয়ে।
খাগড়াছড়ির গুইমারার বুধংপাড়া এলাকায় দিনমজুর পূর্ণ কুমার ত্রিপুরা, পিতা: কল্যান চান ত্রিপুরার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় থাকেনি আর অবশিষ্ট কোন কিছু। যানা যায়, সোমবার সবাই দুপুরের খাবার খাওয়ার পর বিকাল সাড়ে তিনটায় সবাই যখন যার যার কাজে চলে যায় তখন রান্নাঘরের চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয় ইউপি সদস্য উষ্যাপ্রু মারমা জানান, সোমবার বিকাল সাড়ে তিনটায় লাগা আগুনে গরিব দিনমজুর পূর্ণ কুমার ত্রিপুরার গবাদিপশু সহ সবকিছুই শেষ হয়ে যায়। আগুনে তার প্রায় লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে যানা গেছে।