পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ
দুর্নীতি প্রতিরোধ,সততা ও নিষ্ঠবোধ সৃষ্টির প্রয়াসে এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষে পলাশ উপজেলায় গঠন করা হয়েছে “পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি”।
আজ ২ অক্টোবর সোমবার বেলা ১১ টায় পলাশ উপজেলা সন্মেলন কক্ষে উক্ত নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওবায়দুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম সফি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন,পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেম,পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে ফজলুল হক ও সোহরাব হোসেন মাস্টার প্রমুখ।