মাহবুবুর রহমান :
নোয়াখালীতে ফোরলেনকে ঘিরে সরকারি জায়গায় দখল করে গড়ে উঠেছে অবৈধভাবে দোকানপাট ও ব্যবসা বাণিজ্য। প্রশাসন বারবার নির্দেশনা দিলেও এর তোয়াক্কা না করে দিন দিন দখলবাজরা আরো বেপরোয়া হয়ে উঠছে।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় সোনাইমুড়ি উপজেলার বজরা বাজারের এর ফোরলেনের চারপাশে সরকারের পড়ে থাকা খাসজমি গুলোতে অবৈধভাবে গড়ে উঠেছে এসব দোকান পাট। এক শ্রেণীর প্রভাবশালীদের ইন্দনে এই দোকান – পাট গুলো গড়ে উঠছে যানা যায় ।
নাম প্রকাশে এক ব্যক্তি জানান, সরকারি এসব খাস জমিতে গড়ে ওঠা দোকানপাট গুলো একসময় দখলদারিত্ব নিয়ে তারা অন্যদের কাছে বিক্রি করে দেন এতে এক সময় সরকারের খাস জমি গুলো হারিয়ে যায় দখলদারিত্বের কারনে।