কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম :
হাটহাজারী মডেল থানার বিদায়ী ওসি মাসুদ আলমকে প্রেসক্লাব’র পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার ১১(নভেম্বর) পৌর সদরস্থ উপজেলা পরিষদ মার্কেটের হাটহাজারী প্রেসক্লাব কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
এতে অনুষ্টিত সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের প্রতি তাঁর দায়িত্বপালনকালীন সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান ওসি। হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি (দৈনিক আজাদী ও দেশ দেশান্তর) সাংবাদিক কেশব কুমার বড়ুয়া হাটহাজারীর আইনশৃঙ্খলা ভাল রাখা চেষ্টায় ভূমিকা রাখায় প্রেসক্লাবের পক্ষে ধন্যবাদ জানান।
সাংবাদিকদের মধ্যে ছিলেন- পাক্ষিক উত্তর চট্টলা সম্পাদক দিদারুল আলম দুলাল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন (আমাদের নতুন সময়), সাধারণ সম্পাদক মনসুর আলী (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক আসলাম পারভেজ (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক আবু তালেব (যুগান্তর ও পূর্বদেশ), নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল (পূর্বকোণ ও মানবকন্ঠ) ও সদস্য আজিজুল হক স্বপন (আমাদের সময়)
উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার থেকে চট্টগ্রামের কয়েকজন ওসি বদলির নির্দেশনায় মাত্র ১১ মাস দায়িত্বপালনকারী হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ আলমের নামও রয়েছে। নির্দেশনা মতে শীঘ্রই তিনি হেডকোয়ার্টারে যোগদান করবেন।