_____ রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ শ্রমিককে ৫০
হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার
দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী এলাকায় অভিযান চালিয়ে
আদালত তাঁদের এ শাস্তি দেন। তবে এলাকায় বিকেল থেকে অভিযান চলছিল।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাঙ্গুনিয়া উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। আদালতকে
সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, দণ্ড পাওয়া শ্রমিকেরা হলেন
মহরম আলী (৩০), মো. মামুন ২৮), মো. শহীদ (২০), মো. শফিকুল (১৯) ও মো.
শফি (৩০)। তাঁদের বাড়ি একই উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি
গ্রামে। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা
আইনে অভিযান চালিয়ে তাঁদের আটক করে অর্থদন্ড দেয়া হয়েছে।