শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
চট্রগ্রাম জেলা আইনজীবি সমিতির সদস্য ও ডাবুয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সম্পাদক এডভোকেট শফিউল আজম রাউজান উপজেলা কো-অপারেটিভ এসোসিয়েশন এর সভাপতি মনোনীত হয়েছেন।আইন পেশার পাশাপাশি সমাজের নিম্নবিও মানুষকে সমবায়ী করে তোলার জন্য তাকে এই পদে নিয়োগ দেন।৭ নভেম্বর শনিবার ৪৯ তম জাতীয় সমবায় দিবসে রাউজান উপজেলার সহকারী সমবায় কর্মকর্তা বাবু শিবব্রত সেনগুপ্ত কমিটি ঘোষনা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।বিশেষ অতিথি উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ। উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা,যুব কর্মকর্তা,শিক্ষা কর্মকর্তা এবং উপজেলার প্রায় ১২৮টি সমবায় সংগঠনের ২০০ সমবায়ী সদস্যবৃন্দ । চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় হতে গ্রাজুয়েটধ্যারী শফিউল আজম cyprus ও ফিজি university of south pacific হতে পাবলিক ব্যবস্থাপনার উপর ডিগী নেন।বঙ্গবন্ধুুর উপর রচনা লিখে সরকারের সংস্কূতি মন্এনালয় হতে পুরষ্কৃত হন।তিনি গরীব অসহায় মানুষের কল্যানে আইনী সহায়তার কাজ করে সুনাম অজন করেন।তিনি রাউজানস্থ ডাবুয়া নিবাসী মরহুম হাজী নুরুল ইসলাম মাষ্টারের পুত্র।কমিটির অন্যান্য সদস্যরা হলেন,প্রধান উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ।ইরফান আহমেদ চৌধুরী, আনছারুল আলম চৌধুরী,শাসন রক্ষিত ভিক্ষু,শফিকুল ইসলাম,ইলিয়াছ চৌধুরী, এম,এ,হাশেম,হারুনুর রশিদ,জনাব শোয়েব খান,মোহাম্মদ মুবিন উদ্দিন,পংকজ চক্রবর্তী,শেখ মুজিবুর রহমান,শাহাদাত হোসেন,আরিফুর রহমান,মোঃইব্রাহিম,তৌহিদুল আলম শিকদার,শিবব্রত সেনগুপ্ত,দীপক বড়ুয়া।।