আমিনুল হক বিশেষ প্রতিনিধি
শীত আসতে না আসতেই কুমিল্লা টাউন হল ফুটপাত মার্কেটে সারাদিন ছিল উপচে পড়া ভিড়।সকলেই গরম কাপড় কিনতে এসেছে এখানে। বিক্রেতারা বলেন যে,করোনার কারণে গতবছরের তুলনায় এবার অনেক ক্রেতা কম,বেচাকেনা ও নেই আগের মতন।বিক্রেতা অনেকজন অর্থ অভাবে এই ক্ষুদ্র ব্যবসা ছেড়ে দিয়েছেন।কেউ কেউ নতুন ব্যবসা শুরু করেছেন বা উদ্দেক্তা হয়েছেন। তাদের দুঃখের জীবনের শেষ নেই।
ক্রেতারা বলেন যে শীতের আগমন ঘটেছে, তাই গরম কাপড় আগে থেকে কিনে রাখছেন তারা।
করোনার ২য় ঢেউ উঠলে আবারও তাদের গ্রহ বন্দী হয়ে বসে থাকতে হবে।এতে করে তারা তখন আর শীতের কাপড় কিনতে পারবেন না বিধায় এখন আগে থেকে কিনে রাখছেন তারা।