মীরসরাই প্রতিনিধি:
প্রত্যন্ত গ্রামিন জনপদের নাগরিকদের দৌরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সমগ্র দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে এ ধারণা বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এরই ধারাবাহিকতায় মীরসরাইয়ের মিঠানালা ও মঘাদিয়া ইউনয়নের প্রাণকেন্দ্রে দেশের অন্যতম প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের পরিচালনায় সর্বপ্রথম চালু হতে যাচ্ছে ব্র্যাক এজেন্ট ব্যাংকিং, সাধুরবাজার আউটলেট। গত ১০ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক কর্তৃক সাধুরবাজার এজেন্ট আউটলেটের চুক্তিপত্র ও এজেন্ট আইডি হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের রিলেশনশীপ অফিসার জুয়েল চক্রবর্তী, কপিল উদ্দীন ও ব্র্যাক এজেন্ট ব্যাংকিং এর মাস্টার এজেন্ট ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন সমাজসেবক নুরুল আবছার, ব্যবসায়ী সৈয়দ আহমদ, দুর্বার’র সভাপতি মহিবুল হাসান সজীব, চাকুরীজীবী কাজী আমজাদ হোসেন ও সমাজকর্মী নাঈমুল হাসান। এসকল বক্তারা তাদের বক্তব্যে বলেন- ‘এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ব্যাংকিং সেবার বাইরে ছিল। এলাকার মানুষের স্বপ্নও ছিল এ অঞ্চলে একটা ব্যাংক প্রতিষ্ঠার। দেরিতে হলেও ব্র্যাক এজেন্ট ব্যাংকিং শুরুর মধ্যদিয়ে সে স্বপ্ন অনেকটা বাস্তবায়িত হতে যাচ্ছে আজ। আমরা এ উদ্যোগে আনন্দিত। আমরা আশা করি আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মধ্য দিয়ে ব্র্যাক এজেন্ট ব্যাংকিং এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।’ শুল্ক, কর রেয়াত ও প্রত্যপর্ণ পরিদপ্তরের সহকারী পরিচালক মো. নুরুল হুদা ও মেসার্স জে.এম এন্টারপ্রাইজ’র স্বত্তাধিকারী হাসান সাইফ উদ্দীন’র উদ্যোগে পরিচালিত ব্র্যাক ব্যাংক, সাধুরবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটে গ্রাহকরা সঞ্চয়ী ও চলতি হিসাব, মাসিক ও মেয়াদী সঞ্চয় হিসাব, নগদ জমা ও উত্তোলন, ইন্টারনেট ব্যাংকিং, পিন কোড ও গ্রাহকের হিসাবের মাধ্যমে বিদেশী রেমিটেন্স প্রদান, ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণ, ইএফটিএন ও আরটিজিএস এর মাধ্যমে যেকোন ব্যাংক হিসাবে স্বল্প সময়ে অর্থ স্থানান্তর, কার্ড ও চেক বই প্রসেসিং সহ অন্যান্য আধুনিক ব্যাংকিং সেবার সুবিধা পাবেন।
ব্র্যাক ব্যাংক সাধুরবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট হাসান সাইফ উদ্দীন বলেন- ‘মীরসরাই সদর, পাশবর্তী বামনসুন্দর ও আবুতোরাব বাজার ব্যাতিত মধ্যখানে এ অঞ্চলে কোন ব্যাংক প্রতিষ্ঠা হয়নি। ব্যাংকিং সেবা পেতে এখানকার ব্যবসায়ী ও জনসাধারণদের অনেক বেগ পেতে হয়। তাই এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল এখানে ব্যাংক নিয়ে আসার। সে সুবাদে আমাদের এ উদ্যোগ ও বাস্তবায়নের প্রচেষ্টা। আশাকরি আস্থা ও বিশ্বাস অর্জনের মধ্যদিয়ে এ প্রতিষ্ঠান সাফল্যের সাথে এ অঞ্চলের মানুষদের সেবা দিয়ে যাবে। সবার সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।’
উল্লেখ্য যে, অফিসিয়াল সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে খুব সল্পসময়ে বর্নাঢ়্য আয়োজনে ব্র্যাক ব্যাংক সাধুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।