মোঃ সাইফুল্লাহ ;
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১৮ ডিসেম্বর২০২০ শুক্রবার সকালে মাগুরা শহরে অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক এমডি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আমীর অধ্যাপক এমবি বাকের।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার অন্যতম উপদেষ্টা অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর -কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মশিউর রহমান।
সম্মেলনে ২০২১-২০২২ সালের জন্য অধ্যাপক এমডি রবিউল ইসলামকে সভাপতি করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।