নিজস্ব প্রতিবেদক
সরকারী হাজী আব্দুল বাতেন কলেজের ১৮ ব্যাচ এর ২য় পুনর্মিলনী অনুষ্ঠন সম্পন্ন। “সর্বদা সবার তরে” এই স্লোগান নিয়ে শুরু হয় তাদরে অগ্যযাত্রা। এবিয়ান-১৮ শুরু থেকে তাদের বন্ধুত্বপুর্ন সম্পর্কটা বজায় রাখতে আপ্যান চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে তারা বন্ধুত্বপুর্ন সম্পর্ক বজায় রাখার মাধ্যমে অনেক অসহায় মানুষকে সহযোগিতা করেছে। উল্লেখ্য বিশ্ব মহামারী করোনার সময় তারা রাতের আধারে সহপাঠীদের দরজায় হাজির হয় উপহার সামগ্যী নিয়ে। এবিয়ান-১৮ তাদের সকল দান গোপনে করে যার জন্য তাদেরকে “দ্যা সিক্রেট সাপোর্টার” ও বলা হয়।
কখনো রাস্তায় কখনো ব্যাচমেটদের দ্বারে পৌছে গেছে মানুষকে সহযোগিতা করার জন্য।
তাদের বন্ধুত্বপুর্ন্ সম্পর্ক বজায় রাখতে এবিয়ান-১৮ এর কয়েকজন নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন সু-সম্পর্ক টা আজিবন বজায় রাখতে।
সম্পুর্ন সাস্থবিধি মেনে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয় সকাল ১০ ঘটিকায় ,সন্দ্বীপ টাওয়ার , কমপ্লেক্স।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন , সরকারী হাজী আব্দুল বাতেন কলেজের সহকারী অধ্যাপক জনাব মনির হোসাইন।
তিনি এবয়িান-১৮ এর উদ্দেশ্যে অনুপ্রেরনামুলক বক্তব্য রাখেন ও দিকনির্দেশনা প্রদান করেন একটা ব্যাচ কিভাবে সহপাঠীদের সহযোগিতার মাধ্যম এবং মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিতে পারে।
এছাড়াও বক্তব্য রাখেণ এবিয়ান-১৮ এর পরিশ্রমী ও একনিষ্ট কর্মী এহছানুল কবির । যার দক্ষ ব্যবস্থাপনায় এবিয়ান-১৮ সংগঠনটি বন্ধুত্বের পাশাপাশি অসহায় ও দুস্ত রোগী মানুষের , সহপাঠীদের আস্থাস্থল হিসেবে পরিনত হয়েছে।
তিনি বলেন যদি সৎ উদ্দেশ্য নিয়ে লক্ষ স্থির রেখে ইচ্ছেশক্তি কাজে লাগিয়ে কোন কাজ করা হয় ইনশা-আল্লাহ সফল তুমি হবে। আমার ইচ্ছে ছিল ১৮ মাসের এ সম্পর্কটাকে আজিবন ধরে রাখার চেষ্টা করবো। এটা আমার ২য় পরিবার।
মঞ্চ থেকে ৭৫-৮০ জনকে একসাথে দেখার অনুভূতি আমার মত করে কেউ উপলব্ধি করতে পারবে কিনা জানা নেই । আমি এবিয়ান-১৮ এর প্রত্যেকটা সদস্যের মায়ায় পড়ে গেছিলাম, আর এ্ই মায়ার বন্ধনে আমি তাদেরকে একত্র করতে পেরেছি। আমি স্বপ্ন দেখি এবিয়ান-১৮ কে নিয়ে। এবিয়ান-১৮ একদিন অনেক দুর এগিয়ে যাবে।
এছাড়া্ ও বক্তব্য রাখেন, যারা এবিয়ান-১৮ এর অগ্রযাত্রা শুরু করছিলেন জাহিদ হাসান , আব্দুর রহমান শিহাব ও তৌহিদুল ইসলাম। যােদের হাত ধরে এবিয়ান-১৮ এগিয়ে যাবে অনেক দুর।
এছাড়াও কবিতা আবৃতি করেন শামীম চৌধুরী ,যিনি এবিয়ান-১৮ কে নিয়ে নিজে একটি কবিতা লিখেছেন।
অনুষ্ঠানে উপস্থিত অনেকে এবিয়ান-১৮ এর উদ্দেশ্যে অনুপ্রেরনামুলক বক্তব্য রাখেণ, ফুহাদ আহমেদ,শামীম ও নাইম প্রমুখ.
পরিশেষে , সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে তাদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্টানে গান পরিবেশন করেন সময়ের সেরা দুইজন গায়ক কানাই দেব শূভ এবং নাইম উদ্দিন।
নিউজ সম্পাদনায় : সেতু