নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং সাতকানিয়া কমিউনিটি -ই -সেন্টার আউটলেটের উদ্যোগে ব্যাংক এশিয়া’র ২১ বছর পূর্তি অনুষ্ঠান কেক কেটে ৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উদযাপন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (গবেষণা, উদ্ভাবক ও উন্নয়ন) এহসানুল পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুস সালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া এফআইডি চট্টগ্রাম টিমের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আখতারুজ্জামান, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার নূর উদ্—দীন ইলিয়াস খান, সাতকানিয়া কমিউনিটি ই সেন্টারের উদ্যোক্তে মোহাম্মদ বেলাল হোসেন, অন্যান্য এজেন্ট ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো: ইউনুছ, হৃষিকেশ চৌধুরী, সফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, তমিজ উদ্দিন প্রমুখ।