মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
একাদশ সংসদ নির্বাচন নাগরিক অধিকার লুণ্ঠনের ঐতিহাসিক কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
এবি পার্টি আয়োজিত প্রতিবাদী আলোচনা সভায় ৩০ ডিসেম্বর ২০১৮ তে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচন কে ‘নাগরিক অধিকার লুণ্ঠনের স্মরণীয় কালো অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন বক্তারা।
এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে আজ বিকেল ৪টায় ঢাকার বিজয় নগরস্থ এবি মিলনায়তনে ৩০ ডিসেম্বর ২০১৮ উপলক্ষ্যে এক প্রতিবাদী আলোচনা সভার আয়োজন করা হয়।
দলের যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস। প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্য সচিব যথাক্রমে এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আমিনুল ইসলাম এফসিএ, সাজ্জাদ হোসেন, এবিএম খালিদ হাসান, নাজমূল হুদা অপু, মোস্তফা বিন মালেক, আনোয়ার সাদাত টুটুল, এএফ ওবায়দুল্লাহ মামুন, শ্রমিক নেত্রী বেবী পাঠান, এম আমজাদ খান, বিশিষ্ট সাংবাদিক শামসুল হক শারেক, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন প্রমূখ।
কলামিস্ট গৌতম দাস বলেন, রাজতন্ত্রে ক্ষমতা রাজার হাতে কেন্দ্রীভূত থাকে। প্রজা বা নাগরিকদের মতামতের কোন মূল্য থাকেনা। রাজতন্ত্রের অন্ধকার যুগ থেকে মুক্তির জন্য বহু সংগ্রাম ও লড়াই করে রিপাবলিক বা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। ৩০ ডিসেম্বর ২০১৮ ইং তারিখে জনগণের মতামত দেয়ার ক্ষমতা চুড়ান্তভাবে কেড়ে নেয়া হয়েছে। বাংলাদেশের মৌলিক পরিচয় গণ প্রজাতন্ত্রীর মূলে এটা কুঠারাঘাত। তিনি বলেন ক্ষমতাসীনরা যে গণতন্ত্রের কথা বলছেন সেটা ভোট ছাড়া জনগণের সমর্থনহীন গণতন্ত্র।
সভাপতির বক্তব্যে এএফএম সোলায়মান চৌধুরী বলেন ভোট নাগরিকের মৌলিক অধিকার। আমাদের এই অধিকার রাতের অন্ধকারে ছিনিয়ে নেয়া হয়েছে। ইন’শা আল্লাহ জনগণের জাগরণের মধ্য দিয়ে এই অধিকার ফিরিয়ে আনার জন্য এবি পার্টি কাজ করবে।
এডভোকেট তাজুল ইসলাম বলেন ৩০ ডিসেম্বরের নির্বাচনের কারণে এই নির্বাচন কমিশন কে জাতি একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাবে। তিনি বলেন নির্বাচন কমিশনের পাশাপাশি বিচার বিভাগের আমূল পরিবর্তনের সময় এসেছে। সাম্প্রতিক সব নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে না যাওয়ার মাধ্যমে নির্বাচনের প্রতি মানুষ চুড়ান্ত অনাস্থা প্রকাশ করেছে বলে তিনি অভিমত ব্যাক্ত করেন।
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, ৩০ ডিসেম্বরের আগের রাতেই ভোট নিয়ে সরকারী দল প্রমান করেছে নিজ দলের কর্মীদের ওপরও তাদের আস্থা নেই। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কে আন্দোলন হিসেবে নেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও ভঙ্গ করেছে। তিনি বলেন একাদশ সংসদ নির্বাচন নাগরিক অধিকার লুণ্ঠনের ঐতিহাসিক কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।