সেলিম উদ্দীন,কক্সবাজার।
চকরিয়া উপজেলার খুটাখালীতে লবণ প্রক্রিয়াজাতকরন ও ব্যবসায় পরিবেশ বান্ধব ক্ষুদ্র উদ্যোগ জোরদারকরন কর্মসুচীর আওতায় সাসটেইনবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি’র পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কতৃক আয়োজিত সেমিনারে সহযোগিতায় ছিলেন পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন পিকেএসএফ।
৩ ডিসেম্বর (বৃহষ্পতিবার) দুপুরে খুটাখালী কিশলয় স্কুল মিলনায়তনে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পদক্ষেপ ডুলাহাজারা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবদুল হক।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কক্সবাজারের এরিয়া ম্যানেজার মোঃ নবিউল ইসলাম।
এসইপি’র পরিবেশ কর্মকর্তা মিনহাজ হাসান সুজনের সঞ্চালনায় সেমিনারে পরিবেশ আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, প্রভাব ও এসইপি সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার রন্জন কান্তি পন্ডিত।
উক্ত সেমিনারে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর, চকরিয়া উপজেলার খুটাখালী, ডুলাহাজার শাখার প্রায় ২৬ জন নারী- পুরুষ, প্রতিনিধি এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
এসময় লবণ উৎপাদনের বর্তমান অবস্থা, লবন উৎপাদনে পরিবেশ দূষনসমুহ চিহ্নিত করন,পলিথিন বর্জ্য ব্যবস্থাপনা, লবণ উৎপাদন, প্রক্রিয়াজাতকরন ও ব্যবসায় পরিবেশ ছাড়পত্র এর উপর গুরাত্বারোপ করেন অংশগ্রহনকারীরা।
সেমিনারে পরিবেশে আইনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
প্রধান অতিথি এরিয়া ম্যানেজার মোঃ নবীউল ইসলাম বলেন, পদক্ষেপ এসইপি প্রজেক্ট লবণ চাষীদের জীবনমান ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সাল থেকে কক্সবাজার জেলায় পরিবেশ বান্ধব উপায়ে লবণ প্রক্রিয়াজাতকরন ও লবণ ব্যবসা শক্তিশালীকরনে ৮৫০ জন ক্ষুদ্র উদ্যোক্তা নিয়ে কাজ শুরু করে।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৩ টি,সদর উপজেলার ১ টি ও চকরিয়া উপজেলার ২ টি ইউনিয়নসহ ৪৩টি গ্রামে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরো বলেন, এসইপি প্রকল্পে সচেতনতামুলক কমিউনিটি মিটিং, এ্যাডভোকেসী সভা,পরিবেশ জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ,লবণ চাষ বিষয়ক প্রশিক্ষণ,শেড, স্বাস্থ্য সম্মত লেট্রিন ও টিউবওয়েল স্থাপন, গোডাউন ও ডিজিটাল ওয়েট মেশিন স্থাপন, পলিথিন রিসাইক্লিং এর উৎপাদন ও সদরের চৌফলদন্ডীতে ৪ কানি জমিতে পলিথিন ছাড়া বিকল্প উপায়ে লবণ উৎপাদনের পাইলট প্রকল্পে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে।