সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
নরসিংদী শহর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা মহোদয়।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী পৌরসভার মানবিক মেয়র ও শহর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জি.এম.তালেব হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি, নরসিংদী জেলা আওয়ামী লীগ।
আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা আওয়ামী লীগ।
শুভেচ্ছান্তে:-আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,সাধারণ সম্পাদক, নরসিংদী শহর আওয়ামী লীগ ।
অনুষ্ঠানের শুরুতেই সকল বুদ্ধিজীবী ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামী লীগ সহ ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিকলীগ স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ,কৃষক লীগ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে সকল বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং সর্বশেষ বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।