আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বিজয়ী হয়েছেন। নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ২৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বক্কর প্রধান নৌকা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৮৬৭ ভোট।
বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা পরিষদ হলরুম থেকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোত্তালিব এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নবগঠিত এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ৬০২ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৩৪ জন এবং নারী ১৬ হাজার ২৬৮ জন।