খাগড়াছড়ি (রামগড়) প্রতিনিধি:
জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারের পিছনে একটি পুকুর থেকে এক অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।
স্থানীয়রা শুক্রবার সকালে নাকাপা বাজারের পিছনের পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
এবিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামান জানান,
সকালে স্থানীয়রা পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দিলে পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। লাশটি পঁচে ফুলে গিয়ে অর্ধগলিত হয়ে যাওয়ায় সনাক্ত করতে সমস্যা হচ্ছে। এ ঘটনায় রামগড় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।