শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফটিকছড়ির ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে উপলক্ষ্য করে এখন থেকেই মাঠে চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নিজ নিজ এলাকায় প্রচার প্রচরণায় ব্যস্ত হয়ে পড়েছেন তাঁরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূল হতে নৌকা প্রতীকের জন্য তাঁরা জোর প্রচেষ্টা ও লবিং করে যাচ্ছেন।
তন্মধ্যে সমিতিরহাট ইউনিয়নে আলোচনায় আছেন সৌদি আরবের বঙ্গবন্ধু পরিষদ এর উপদেষ্টা, সমিতিরহাটের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর শিল্পপতি শিক্ষানুরাগী আলহাজ্ব রফিকুল ইসলাম।
তিনি বঙ্গবন্ধু পরিষদ মক্কা শাখার উপদেষ্টা, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন সৌদি আরব শাখা সহসভাপতি, দক্ষিন ছাদেকনগর খোলাফায়ে রাশেদিন এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির সভাপতি, সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, গুমানমর্দন পেশকার হাট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, বাগিচা আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার আজীবন দাতা সদস্য, আলোর দিশারী একতা সংঘ’র উপদেষ্টা, দক্ষিণ ছাদেকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য, দুবাই ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, বারমাসিয়া একতা সংঘ’র উপদেষ্টা, আল খায়ের ফাউন্ডেশন উপদেষ্টা, মানবিক চট্টগ্রাম উপদেষ্টা, কোয়ালিটি টিভি (অনলাইন)র উপদেষ্টা, হাটহাজারী মহিলা মাদ্রাসার দাতা সদস্য সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
মক্কাস্থ বাংলাদেশ কমিউনিটির প্রিয়মুখ আলহাজ্ব রফিকুল ইসলাম সৌদি আরবের মক্কায় একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। যার প্রতিষ্ঠানে প্রায় শতাধিক কর্মচারী কর্মরত। তিনি একক প্রচেষ্টায় গড়ে তুলেছেন “হাওয়াজান কোম্পানি ” ও রফিক ক্যাপ প্রোডাক্ট “এবং মোহাম্মদিয়া এ আর ডেভেলপমেন্ট প্রোপার্টিজ লিঃ।
তিনি লক গাউনের সময় খাদ্যসামগ্রী বিতরণ সহ সমিতিরহাট ইউনিয়নে করোনায় শ্বাস কস্টের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু করেছেন, যা এখনো চলমান রয়েছে। এছাড়া নানাভাবে দেশে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও সৌদি আরবের মক্কায় আওয়ামী সংগঠনের যে কোনো অনুষ্ঠানে তিনি আর্থিক ও সার্বিকভাবে সহায়তা করেন বলে জানা গেছে।
তিনি ইতিমধ্যে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বিভিন্ন স্কুল মাদ্রাসা সামাজিক সংগঠনে আর্থিক অনুদান প্রদান করেছেন। বিবাহ,চিকিৎসা সহ নানান অসহায় মানুষের জন্য প্রতিদিন নগদ অর্থ প্রদান করেন।
তিনি প্রবাসে ছাড়াও এলাকায় শিক্ষা, ধর্মীয় কাজ, প্রতিবছর দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তা সহ নানাভাবে মানুষের সহায়তা করেন বলে এলাকায় একজন সমাজসেবক হিসেবে সুপরিচিত রয়েছে।