এম, এ মান্নান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা লাকসাম নোয়াপাড়া গ্রামে সালিসী দরবারে মাতব্বরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত মাতব্বর মফিজুর রহমান (৬৫) সে একই গ্রামের মৃত. হজর আলী ব্যাপারীর ছেলে। শুক্রবার ( ১১ ডিসেম্বর) বিকালে দিকে উপজেলার মুদাফরগুন্জ (দঃ) ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত এক বৃদ্ধা, মহিলাসহ ৫ জনকে আটক করে ও লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার মুদাফরগুন্জ (দঃ) ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত ছালামত উল্লা (খলিফ )ছেলে রফিকুল ইসলাম,মাওলানা হাবিবুর রহমান, ও মেয়ে ফাতেমা, পারভিনের সাথে তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ সকালে স্থানীয় ওয়ার্ড মেম্বার স্বপন, সম্পত্তির দাবীদার ফাতেমা বেগমের ছেলে ফারুক, সালামত খলিফার ছেলে রফিক, ছিদ্দিক মাষ্টারের ছেলে সৈয়দসহ তাদের সম্পত্তি মীমাংসা করার চেষ্টা করে।উভয় পক্ষের যুক্তিতর্কের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যায়। পরে বিকালে একই পাড়ার ব্যাপারী বাড়ীর মৃত. হজর আলী ব্যাপারীর ছেলে গ্রাম মাতব্বর মফিজুর রহমান কে জোরপুবর্ক ডেকে আনেন ফাতেমা ও পারভিন।এসময় ভাই ও বোনদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ঝগড়া বেঁধে যায়। ফাতেমা তার ছেলে ফারুকসহ কয়েজন মাতব্বর মফিজুর রহমানের তলপেটে লাথি মারে। পরে পেছন থেকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। সংবাদ পেয়ে স্থানীয়রা আহত মফিজুর রহমান কে স্থানীয় একটি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।এদিকে মাতব্বর মৃত্যুর সংবাদ এলাকায় চড়ি পড়লে স্থানীয়রা সম্পত্তির দাবীদার ফাতেমা বেগম, ছেলে ফারুক, বোন পারভিন বেগম, সালামত খলিফার ছেলে রফিক, ছিদ্দিক মাষ্টারের ছেলে সৈয়দ ও মাওলানা হাবিবুর রহমানে স্ত্রী সাপিয়া বেগমসহ ৫ জনকে আটক করে।
ঘটনার সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ আটককৃতদের উদ্ধার করে থানা নিয়ে যায়।
লাকসাম থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।