সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ
আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন অঙ্গীকারের ৮ম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর
বাজারে সংগঠনের স্থায়ী কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় সংগঠনের সদস্যরা সংগঠন নিয়ে তাদের সৃতিচারণ করে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস-২০২০ ও অঙ্গীকারে সাফল্য কামনাসহ সকলের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে এলাকার শতাধিক দুস্থ পরিবারের মাঝে প্যাকেট করা খাবার ও মাক্স বিতরণ করা হয়। অঙ্গীকারের সাধারণ সম্পাদক শাহ্নেওয়াজ শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম সানু।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ্ঠ সমাজ সেবক মাহামুদ রেজা খোকন, সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হান্নান শেখ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মাওলা রিপন, জমিরুল হক, সমাজ কল্যাণ সম্পাদক আওলাদ হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ বাসের মিয়া, সদস্য ওমর ফারুক রিগ্যান, অঃ মান্নান বেপারী, মোঃ জাকির হোসেন, মোঃ রেজোয়ান আহমেদ, মোঃ আসলাম রেজা, মোঃ ফরহাদ হোসেন, মোঃ সেলিম রেজা, মোঃ জহিরুল হকসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।