1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে চুরি,ডাকাতি,ছিনতাই সহ অপরাধ মূলক কার্মকান্ড বেড়ে যাওয়ায় আইন শৃংখলা কমিটির সভায় উদ্বেগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ

শ্রীনগরে চুরি,ডাকাতি,ছিনতাই সহ অপরাধ মূলক কার্মকান্ড বেড়ে যাওয়ায় আইন শৃংখলা কমিটির সভায় উদ্বেগ

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৪০৩ বার

শ্রীনগরে চুরি-ডাকাতি-ছিনতাই সহ নানা রকম অপরাধ মূলক কর্মকান্ড বেড়ে যাওয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা। গত ১ মাসে শ্রীনগর উপজেলায় সংগঠিত একাধিক ডাকাতির ও চুরির ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হলেও তা মামলা হিসাবে রেকর্ড না হওয়ায় শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন সহ রাজনৈতি নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের বেশীর ভাগ চেয়ারম্যানগন ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন শৃঙ্খলা পরিস্থির রিপোর্ট উপস্থাপন করেন শ্রীনগর থানার ওসি (অপারেশন) মোঃ সফর আলী। তার বক্তব্যের পর শ্রীনগর উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থির বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন বলেন, গত ২৯ ডিসেম্বর আমি পাটাভোগ ইউনিয়নের একটি ডাকাতির ঘটনা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করেছিলাম। এর কয়েকদিন পরই আমার বাসায় ডাকাতির ঘটনা ঘটে। আমি মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। কয়েকদিন আগে পাটাভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত শাওন খানের বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তার ছেলে থানায় অভিযোগ করতে আসলেও পুলিশ অভিযোগ নেয়নি। কি কারণে পুলিশ অভিযোগ নেয় না তা জানা দরকার।
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম তালুকদার বলেন, প্রায় ১০ দিন আগে আড়িয়ল বিলে মাছের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল কিন্তু মামলা রেকর্ড হয়নি।
কোলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন বলেন, সমষপুর বাস স্ট্যান্ডের আশেপাশে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

বাঘড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, রৌদ্রপাড়া.পশ্চিম বাঘড়া,কাঠাল বাড়ি এলাকায় মাদকের আখড়া রয়েছে। তাছাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ইজি বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু বলেন, গত মাসের মিটিংয়েও অনেকে আইন শৃঙ্খলা পরিস্থির কথা অনেকে ভাল বলেছে। কিন্তু এখন চিত্র সবাই উল্টো বলছে। এর কারন চুরি,ডাকাতি,ছিনতাই হচ্ছে। পুলিশ কেন মামলা নেয় না তা সবার জানা। পুলিশ মামলা নিলে জবাবদিহীতা বড়তো। বাড়ৈখালী বাজারে একই দোকানে ৩ বার চুরির মত ঘটনাও ঘটেছে।

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন বলেন, পাটাভোগ ইউনিয়নে দুই মাসে ৪ বাড়িতে ডাকাতি হয়েছে। আমার বাড়ির পাশের বাড়িতে ডাকাতি হয়েছে। আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি কিন্তু তিনি মামলা নেয়নি। তাহলে সাধারণ মানুষের দায়ের করা অভিযোগের কি অবস্থা তা অনুমেয়। পুলিশ ডাকাতির অভিযোগে ৫জনকে গ্রেফতার করেছে। তাদের রিমান্ড হয়নি। এক কম বয়সে তারা ডাকাতির মত অপরাথে কিভাবে জড়ালো তা খতিয়ে দেখে তাদের গডফাদারকে আইনের আওতায় আনা দরকার।

শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই ভাল নয়। পুলিশ মামলা নেয় না। পুলিশ প্রকৃত অবস্থা না বলে ছাপিয়ে যাচ্ছে। প্রকৃত পক্ষে না ছাপিয়ে এই সভায় উত্থাপন করা উচিৎ। তাহলে সবার সহযোগীতা নেওয়া যাবে।

শ্রীনগর থানার ওসি (অপারেশন) মোঃ সফর আলী বলেন, এক্সপ্রেস ওয়েতে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ মামলা নিয়ে ১ জনকে গ্রেফতার করেছে। কিন্তু বাকীগুলো কেন মামলা হয়নি তা এই মূহুর্তে বলতে পারছিনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net