শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের
সাবেক সভাপতি ইদ্রিস আলী মিয়াকে
গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে
তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ইদ্রিস আলী মিয়ার বিরুদ্ধে
সিআর ১৪৮/২০২০ নং মামলায় আদালতের ওয়ারেন্ট
রয়েছে। একারনে তাকে গ্রেপ্তার করে শুক্রবার
সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা
জানায়, বিরোধের জের ধরে ষোলঘর এলাকার মোঃ
হাফেজ বাদী হয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলাটি
দায়ের করেছিলেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ
হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, বৃহস্পতিবার
মোট ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নারী ও শিশু নির্যাতন মামলায় ২জন জিআর ও ৫
জন সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।
মধ্যে ডাকাতির প্রস্তুতির ঘটনায় ৪ জন, ১ জন
- 16Shares
16