1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে অটোভ্যান চালক হামিদুল ইসলাম হত্যার ৩ আসামীকে গ্রেফতার করছে র‌্যাব-১৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে অটোভ্যান চালক হামিদুল ইসলাম হত্যার ৩ আসামীকে গ্রেফতার করছে র‌্যাব-১৩

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৩১৪ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অটোভ্যান চালক হামিদুল ইসলাম হত্যার তিন আসামীকে গ্রেফতার করছে র‌্যাব-১৩।
বুধবার(২৭ জানুয়ারী) ভোর ৫টার সময় জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলাকা বাজার এলাকায় অভিযান চালিয়ে এক ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন.গোবিন্দগঞ্জ উপজেলার মাদারদহ গ্রামের মৃত-আঃ রহমানের ছেলে মোঃ সাইদুর রহমান (৩৬), সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের মৃত-গোলে হোসেনের ছেলে সাইফুল ইসলাম(৩২), মৃত- আশরাফ বেপারির ছেলে মোঃ হাসিফুল (২৭)।

এ বিষয়ে র‌্যাব-১৩ আবদুল্লাহ আল মামুন লেঃ কমান্ডার উপ- পরিচালক কোম্পানি অধিনায়ক সিপিসি-৩ গাইবান্ধা এক প্রেস কনফারেন্স এ জানান, গত ২৪ জানুয়ারী ২০২১ তারিখে রাত ৯ থেকে ২৫ জানুয়ারি সকাল ৭ টার মধ্যে যে কোন সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ মিয়াপাড়ার এক ডোবায় কচুরি পানার ভিতরে পুনতাইড় শিংজানি গ্রামের মৃত- আঃ মজিদের ছেলে অটোচালক হামিদুল ইসলামকে হত্যা করে ফেলে যায়। এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ২৫ জানুয়ারি মৃত দেহ উদ্ধার করে। চাঞ্চল্যকর এ ঘটনাটি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হলে র‌্যাব-১৩ এ বিষয়ে তর্দন্ত শুরু করে।

র‌্যাব আরো জানায়, এরই ধারাবাহিকতায় গাইবান্ধা (সিপিসি-৩) একটি অভিযানিক দল গোবিন্দগঞ্জ থানার মামলা নং -২৭ তাং২৫/০১/২০২১ ই পেনাল কোড ১৮৬০ সালের ৩০২/২০১/৩৪ ধারার হত্যা মামলার তথ্য উদঘাটন ও আসামী সনাক্তকরনের জন্য গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমের ভ্যান এর সূত্র ধরে ছায়া তদন্ত করে অটো ভ্যানটি উদ্ধার করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মুল আসামী অটোভ্যান বিক্রয়কারীসহ হত্যার সাথে সংশ্লিষ্ট দুই আসামীকে গ্রেফতার করেন। আসামীদের ব্যাপক জিজ্ঞাসা বাদে ছিনতাই সম্পর্কে অনেক নতুন তথ্য দিয়েছেন । আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net