1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে দুর্বার'র জন্মদিনে জেলে পাড়ায় শিশুমেলার আয়োজন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা নোয়াখালীতে রামচন্দ্র দেবের ৭৫ তম তিরোভাব উৎসবে নিরাপত্তা প্যারেড হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি  ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কুবি ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ নবীগঞ্জ ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা শিক্ষক ও তার ভাই’ মোবাইল একাউন্টে ঠাকুরগাঁওয়ে হরিপুরে চরম দুর্দিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁশ মালী পরিবারের সদস্যরা !

মীরসরাইয়ে দুর্বার’র জন্মদিনে জেলে পাড়ায় শিশুমেলার আয়োজন

মীরসরাই প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ১১৪ বার

মীরসরাইয়ের সামাজিক সংগঠন দুর্বার’র ১০ম জন্মদিন ছিল গত বৃহস্পতিবার। এ দিনকে ঘিরে তাদের ছিল ব্যাতিক্রমী এক অনন্য আয়োজন ‘শিশু মেলা’। মিঠানালা ইউনিয়নের বানাতলী জেলেপাড়া। প্রায় দেড়শতাধিক পরিবারের বসবাস। সুখ-দু:খ, হাসি-কান্না তাদের নিত্য সঙ্গী। নেই কোন উচ্চাকাঙ্ক্ষা , নেই বিলাসী কোন চাওয়া। দুবেলা- দুমুঠোতেই তাদের স্বর্গ সুখ। ঠাসা-ঠাসি, গিঞ্জি পরিবেশে বেড়ে উঠে, এ পাড়ার শিশুরা। ডানা মেলে উড়তে পারেনা- ওরা পাখির মত। ওদের পরিবেশে ওরা আনন্দ খুঁজে নেয়, ওদের মত করে। এসব শিশুদের সাথে কাটে দুর্বার’র এবারকার জন্মদিন।

দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে শিশুমেলার উদ্বোধন করেন মলিয়াইশ হাই স্কুলের সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরি সদস্য দেবদুলাল ভৌমিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলিয়াইশ হাই স্কুলের প্রধান শিক্ষক জসীম উদ্দিন, দুর্বার পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম, শিক্ষক পরিমল কান্তি ভৌমিক, রূপালী ব্যাংকের, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু শাঈদ মাহমুদ রনি। এসকল অতিথিরা তাদের বক্তব্যে বলেন- “আজ থেকে দশ বছর আগে এ অঞ্চলে প্রতিষ্ঠিত সংগঠন দুর্বার -এখন নিজেদের কর্মগুণে জাতীয় সংগঠন হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। যা পুরো মীরসরাইয়ের জন্য আনন্দের ও গর্বের। দুর্বার’র জন্মদিনে পিছিয়ে পড়া জনগোষ্ঠী জেলেপাড়ায় আয়োজিত শিশুমেলা, এক অনন্য উদ্যোগ। দুর্বার’র এ অব্যাহত জয়যাত্রা দীর্ঘ হোক।”

শিশুমেলার আয়োজনে ছিল- কেককাটা, গল্প, আড্ডা,গান, উপহার বিতরণ ও আগামী ২৯ জানুয়ারি বর্ণাঢ়্যভাবে দুর্বার’র এক দশক পূর্তি উৎসব আয়োজনের ঘোষণা। সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীব ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী আয়োজন সম্পর্কে বলেন- ” দুর্রবা’র জন্মদিন মানে উৎসব-আনন্দ। এ আনন্দকে শতবর্ণে বর্ণিল করে তুলতে আমরা জেলে পাড়ার শিশুদের সাথে জন্মদিনের কেক কেটে দুর্বার’র এক দশক পূর্তি উৎসবের মাসব্যাপী কর্মসূচী শুরু করলাম। আমরা সবার সহযোগিতায় আন্তরিকভাবে কৃতজ্ঞ।

শিশুমেলার অনুষ্ঠানে আন্যান্যদের মাঝে আরো আরো উপস্থিত ছিলেন শিক্ষক মুহাম্মাদ শহীদুল ইসলাম, উদ্যোক্তা সৈয়দ আহমদ, ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য হারেছ আহমদ নাজিম, রাজনীতিবিদ রিয়াজ উদ্দিন, যুবনেতা আবু নোমান, চাকুরীজীবী মোহাম্মদ রাসেল, দুর্বার’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, সাবেক সভাপতি আশিষ দাশ, সহ-সভাপতি মির্জা মিশকাতের রহমান অনিক, প্রতিষ্ঠাতা এমদাদুল হক রাসেল, ইমতিয়াজ মাহমুদ রিয়ান, আব্দুল্লাহ আল নোমান রাজু, রিপন দাশ, মোহাম্মদ আবদুল্লাহ, আকবর হোসেন, যুবনেতা আবু নোমান, ছাত্রনেতা চৌধুরী জিল্লুর রহমান, আজীবন সদস্য কাজী আমজাদ হোসেন, জামশেদ আলম চৌধুরী তপু, আসিফ ইকবাল রিনি, সংগঠনের সহ সভাপতি জাফর ইকবাল, দপ্তর সম্পাদক আরিফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুর রহমান বাবু, সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ইমরুল হাসান পলিন, পাঠাগার সম্পাদক মেজবাহ উদ্দিন, শিক্ষা সম্পাদক সাকলাইন মুসতাক, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজিদ উল্লাহ, সদস্য রাকিব উদ্দিন, জয় শর্মা, বোরহান উদ্দিন, রিয়াজ উদ্দিন রাকিব, সৈয়দ আবু হাসনাত, ইমন চৌধুরী, অনিক ভৌমিক, মো. আলাউদ্দিন, নুরুউদ্দিন সাকিল, জোবায়ের আলম অপু, জহির উদ্দিন, আজিজুল হাকিম, শাহ ইফরাত, নুরের নবী, আরমান হোসেন, শিমুল মজুমদার নাহিদুল ইসলাম, নাহিদুল আলম, মোহাম্মদ ইব্রাহিম ওনাদির হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম