1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন কাউন্সিলর পদে ৪৭ জনের মনোনয়নপত্র দাখিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন কাউন্সিলর পদে ৪৭ জনের মনোনয়নপত্র দাখিল

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ২৮০ বার

উৎসব মুখর পরিবেশে চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্টিতব্য পৌরসভা নির্বাচনে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৭ জানুয়ারী রবিবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাধারন কাউন্সিলর পদে ৪১জন সংরক্ষিত আসনে ৬জন সহ মোট ৫০জনে মনোনয়নপত্র দাখিল করেছেন।বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন অফিসের সূত্রে জানা গেছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার সকাল ১০টায় বিএনপি’র মেয়র প্রার্থী মোঃ শাহ জালাল কাজল দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন,দুপুর ১২টায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বর্তমান মেয়র শামছুল হক মনোনয়ন পত্র জমাদেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধরী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান সহ জেলা উপজেলার দলীয় নেতাকর্মীবৃন্দ। উল্লেখ্য যে এরআগে ১৪জানুয়ারি কর্মীসমর্থকদের নিয়ে সাবেক মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গী আলম স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা নির্বাচন কার্যালয়ে তার মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিল শেষে প্রার্থীগন বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম