শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানের ঊনসত্তর পাড়া বধ্যভূমিতে গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে বধ্যভূমির শহীদ বেদী পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যমে কালো রাতে গণহত্যার শিকার সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ৬৯ টি মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভার মাধ্যমে এই গণহত্যা দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন।
সভায় আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুন নবী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তপন কৃষ্ণ ঘোষ, মো. কামাল উদ্দিন, আবুল কাশেম, বিশ্বজিৎ দে, হাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহফুজুল হক, ইসমাইল হায়দর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস.এ.এম. রুবেল, দপ্তর সম্পাদক সোহেল মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী মো. আমিনুল হক, মো. বেলাল উদ্দিন, রোকন উদ্দিন সিদ্দিকী,আব্দুল করিম চৌধুরী বাবু, নয়ন বসাক, কামরুল ইসলাম, কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এম. এ. সালম, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ হোসেন রুবেল, সহ সম্পাদক সুজন মল্লিক, উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদ মামুন, সাধারণ সম্পাদক গাজী হাছান নয়ন পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মো. তানভীর প্রমুখ।