আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি:
বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন প্রতিপাদ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলা বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ২৭ মার্চ শনিবার সকাল ১০ টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। অন্যান্যদের মধ্যে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোথাই মগ,এন জি ও প্রতিনিধি মানশ ত্রিপুরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলাররুজ্জামান, আমার বাড়ী আমার খামারের প্রকল্প ব্যাবস্হাপক শান্তনু মহাজন, সোনালি ব্যাংকের ব্যাবস্হাপক সনজিৎ কুমার নাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমিত বণিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন প্রমূখ।
প্রধান অতিথি ও সভার সভাপতি তাদের বক্তব্যে বাংলাদেশের উন্নয়নে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশেকে নিয়ে যাওয়ার অন্যতম কান্ডারী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।তার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রুপান্তরিত হবে এবং আগামী ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের রুল মডেল হবে বলে আশা প্রকাশ করেন। উল্লেখ্য যে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী উন্নয়ন মেলায় ২৪’টি সরকারী দপ্তরের ষ্টলে উন্নয়ন চিত্র দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হচ্ছে আগামী ২৮ মার্চ উন্নয়ন মেলা শেষ হবে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট