গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জের নওদাপাড়া গ্রাম থেকে গত রোববার সন্ধ্যা ৭টার দিকে শাহারুল ইসলাম (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ওই গ্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবক দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার মিতালী গুচ্ছগ্রামের হাতেম মন্ডলের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে আফতাব হোসেনের বাড়ির সামনের রাস্তার ধারে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে। এসময় স্থানীয়রা গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছায়। সেখানে গিয়ে তারা জানতে পারে ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আফতাব হোসেনের আত্মীয় হয় নিহত যুবক। পরে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
পূর্ববর্তী পোস্ট