1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিবি পরিচয়ে সেচ্ছাসেবক লীগ নেতাকে তুলে নিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৩ মাস পরেও শিক্ষার্থীদের ট্যুরের টাকার হিসেব দেননি সদস্য সচিব চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন চৌদ্দগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৪ উপাচার্যের পদত্যাগের দাবিতে কুবি শিক্ষকদের চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি উপজেলা নির্বাচন: বাঁশখালীতে তিন পদে ১৪ জনের মনোনয়ন দাখিল ঢাকা সাব- এডিটরস কাউন্সিল (ডিএসইসি) ৫৫/এ সিদ্দিক ম্যানশন, ৫ম তলা, পুরানা পল্টন, ঢাকা-১০০০ বিশাল বহর নিয়ে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিলেন আক্তার হোসাইন মাগুরা সদরে রানা আমীর ওসমান শ্রীপুরে শরিয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত তিতাসে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও স্পট রেজিস্ট্রেশন উদ্বোধন ইরানে মাছ বৃষ্টি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম!

ডিবি পরিচয়ে সেচ্ছাসেবক লীগ নেতাকে তুলে নিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ১৬৫ বার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে উঠে ডিবি পুলিশ পরিচয়ে শ্রীনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদককে তুলে নিয়ে তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া স্কুল গেইেটের সামান্য দক্ষিন দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এঘটনায় শুক্রবার রাতে উপজেলা সেচ্ছাসেবক লীগের এই নেতা শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শাহরিয়া জানান, তিনি হাঁসাড়া এলাকার বাবুল আক্তার মন্টু নামে এক আওয়ামী লীগ নেতার কাছে ৫ লাখ টাকা পেতেন। ওই ব্যক্তি সোহেলকে ৫ লাখ টাকার চেক প্রদান করেন। বৃহস্পতিবার এই টাকা উত্তোলণের জন্য সোহেল শাহরিয়া ঢাকার কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার মার্কেন্টাইল ব্যাংকের শাখায় যান। সেখানে চেক জমা দিলে প্রথমে ব্যাংক কর্মকর্তারা জানান, এই চেকের একাউন্টে টাকা নেই।

পরে চেক প্রদানকারীর সাথে মোবাইল ফোনে সোহেল শাহরিয়ার কথা বললে তিনি কিছুক্ষন পর চেক জমা দিতে বলেন। পরে চেক জমা দিয়ে সোহেল ৫ লাখ টাকা উত্তোলণ করে ওই এলাকা থেকে তাজ আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে শ্রীনগরের দিকে রওনা হন। দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাসটি হাঁসাড়া ওভার ব্রিজ ও স্কুল গেইটের মাঝামাঝি আসলে একটি সাদা রংয়ের প্রাইভেটকার বাসটির সামনে এসে থামে। এসময় ডিবি পরিচয়ে ৪/৫ জন বাসে উঠে সোহেলকে নামিয়ে আনে এবং প্রাইভেটকারে তুলে টাকার ব্যাগটি নিয়ে নেয়। তিনি জানান, প্রাইভেটকারে উঠানোর পরে চোখ মারতে শুরু করে। প্রায় ৩০/৪০ মিনিট পরে চোখ বাঁধা অবস্থায় একটি নির্জন স্থানে তাকে নামিয়ে দেয়। পরে চোখ খুলে দেখতে পাই আমার চার পাশে ঝোপ জঙ্গলে ভরা। কিছুক্ষণ হেঁটে এক পথচারীর কাছে জানতে পারি এলাকাটির নাম পাঁ” ছাতা। পরে অতিকষ্টে শ্রীনগরে আসি। বিষয়টি শ্রীনগর থানা পুলিশকে অবহিত করেছি। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের সাথে যোগাযোগ করে ব্যর্থ হওয়ায় তাদেরকে অবগত করতে পারিনি।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, বিষয়টি তার অজানা।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম