তৌকি খান ঢাকার বেইলি রোডে বসবাস করেন। সেকেন্ড হ্যান্ড গাড়ীর ব্যবসা করেন। কিন্ত তৌকি খান গ্রাহক থেকে অগ্রিম টাকা নেন, টাকা নেওয়ার পর আর গাড়ী বুঝিয়ে দেন না। চট্টগ্রামের তানবীর চৌধুরী তার প্রতারনার শিকার হোন। এই বিষয় তিনি বলেন, একের পর এক প্রতারনা করে চলছেন তৌকি খান। আমি আজকে থেকে ৩ মাস আগে গাড়ি কেনার জন্য টাকা অগ্রিম দিই। গাড়ি আজকে দিবে, কালকে দিবে করে গাড়ি দেয়ার কোন নাম নাই।এভাবে করে এক মাস সময়ই পার করে দেয়।এক মাস পর জানায় যে গাড়ির জন্য অগ্রিম দেওয়া হয়েছে সেই গাড়ি আমাকে দেওয়া যাবে না কারণ এই গাড়ির কিছু মালামাল পাওয়া যাচ্ছে না মানে গাড়ি বিক্রয় করার মত অবস্থায় নেই। আমি অগ্রিম ফেরত দেওয়ার জন্য বললাম সে দিল না বরং জোর করল তার থেকে আর একটি গাড়ি নিয়ে নিতে। যেহেতু আমি অগ্রিম দিয়ে ফেসে গেছি আমি গাড়ি ক্রয় করলাম কিন্তু যে গাড়ির জন্য অগ্রিম দিয়েছিলাম আর যেটা পরে নিলাম দুই গাড়ির মধ্যে প্রাইস ডিফারেন্স ছিল ৭৫০০০ টাকা যা ফেরত দেওয়ার কথা ছিল।আজকে ৩ মাস ধরে ঘুরাচ্ছে ফোন ধরে না ম্যাসেজের উত্তরও দেয় না। তার থেকে নেয়া গাড়ির মান খুবই বাজে। অনেক টাকার কাজ করাতে হয়েছে।আমি একজন ভুক্তভোগী।আপনাদেরকে সতর্ক করলাম যেন আপনারা আমার মত বিপদে না পড়েন এই মানুষ থেকে গাড়ি নিয়ে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
পরবর্তী পোস্ট