মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুর ৭মার্চ উদযাপন ও বাংলাদেশ এলডিপি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে শ্রীপুর থানা কর্তৃক আনন্দ উদযাপন উৎসব আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে।
৭ মার্চ রবিবার বিকেলে শ্রীপুর থানা চত্বরে কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তারেক আল মেহেদী। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমদ মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাস,শ্রীপুর সদর ইউনিয়নের সাবেক কমান্ডার নজরুল ইসলাম রাজু, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ সিরাজুল ইসলাম টোকন,শিহাব উদ্দিন শিহাব, সাংবাদিক আবু হাসান লিটন, লেনিন জাফর, জিল্লুর রহমান সাগর, মেহেদী হাসান মিরাজসহ আরো অনেকে। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় । অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।