মাহবুবুর রহমান ঃ
নোয়াখালীতে বেঙ্গল সিমেন্টের বিক্রেতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সেও বেঙ্গল কনভেনশান হলে এ বিক্রেতা সম্মেলন হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম টিপু, পরিচালক সাইফুল আলম দিপু, বেঙ্গল সিমেন্টের চীফ অপারেটিং কর্মকর্তা (সিও) আহসানুল হক সুফিয়ানি ও বেগমগঞ্জ উপজেলার ডিলার মেসার্স মাহি টেড্রাসের স্বত্তাধিকারি মনির হোসেন বাবুসহ কোম্পানীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফিরোজ আলম টিপু বলেন, ভালো মানের সিমেন্টে সহনীয় দামে মানুষের হাতে তুলে দেয়ার জন্য তারা বেঙ্গল সিমেন্ট বাজারে এনেছেন এবং গত দুই বছরের তারা বেশ সাড়াও পেয়েছেন। ভবিষ্যতে তারা এ সিমেন্টের মান ধরে রাখার চেস্টা করবেন।
সম্মেলন শেষে জেলার বিভিন্ন পর্যায়ে খুচরা ও পাইকারী বিক্রেতাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।