জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে, পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ঘোড়াশাল পৌর এলাকার গুচ্ছ গ্রামে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯ মার্চ শুক্রবার রাত ৮ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনোয়ার হোসেন আনু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ্ব শরীফুল হক, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সফি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা কাউন্সিলর সুরাইয়া বেগম, শাহনাজ বেগম ও রিপন সিকদার প্রমুখ
- 62Shares
62