মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
লায়ন্স জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশের সাবেক জেলা গর্ভনর লায়ন শাহ আলম বাবুল এমজেএফ চট্টগ্রাম মুসলিম হাইস্কুলের প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম গ্রীণভ্যালীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করছেন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম গ্রীণ ভ্যালি’র সভাপতি লায়ন খলিল উল্ল্যাহ্ চৌধুরী সাকিব, লায়ন্স ক্লাব চিটাগাং ব্লুমিং স্টারের সভাপতি লায়ন আনিছুর রহমান, লায়ন এম কামাল পাশা, লায়ন মুজিব উল্ল্যাহ্ তুষার, লায়ন মো.হেলাল উদ্দিন, লায়ন মোরশেদ আলম চৌধুরী, লায়ন নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। লায়ন শাহ আলম বাবুল উপস্থিত সকলকে লায়ন বৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।