1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলো মেখল ইউনিয়ন পরিষদ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে এক আলোচনা সভায় বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলা কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, তাই বাংলা কলেজ কে বিশ্ববিদ্যালয় রূপান্তরের  দাবী ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে উপজেলা পরিষদ নির্বাচনে চাচা ও বাবা-ছেলে লড়াই ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি ! মাগুরায় অশ্রুশিক্ত নয়নে ইস্তিস্কার নামাজ আদায়! চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কুবিতে উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরের কার্যালয়ে শিক্ষক সমিতির তালা চৌদ্দগ্রামে রহমতের বৃষ্টির প্রার্থনায় ইশতিসকার নামাজ আদায় কুবিতে এবার আরেক হাউজ টিউটরের পদত্যাগ Игровой автомат 3 Lucky Rainbows ঠাকুরগাঁও জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল রেজাউল ও শ্রেষ্ঠ ওসি ফিরোজ কবির

বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করলো মেখল ইউনিয়ন পরিষদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২০২ বার

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বর্ণাঢ্যভাবে মুজিববর্ষ উদযাপন করেছে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ।

ইউনিয়ন পরিষদের জনন্দিত চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরীর উদ্যোগে জাঁকজমকভাবে অনুষ্ঠিত প্রোগ্রামসমূহের মধ্যে ছিলো- মুজিববর্ষ স্বাধীনতা কাপ শর্টবার অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট-২০২১ ও কেক কেটে জাতির পিতার জন্মশতবর্ষ পালন।

বৃহস্পতিবার (১১মার্চ) বিকেলে ইউনিয়নস্থ ইছাপুর ফজলুল কাদের চৌধুরী আইডিয়্যাল স্কুল এন্ড কলেজ মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সালাহউদ্দিন চৌধুরী চেয়ারম্যান।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ও হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং সম্মানিত অতিথিদের নিয়ে শতো শতো দর্শকের উপস্থিতিতে জাতির জনকের জন্মশতবর্ষের কেক কাটেন- সালাহউদ্দিন চৌধুরী চেয়ারম্যান।

এসময় জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা- মঞ্চে থাকা অতিথিরা একে অপরকে কেক খাইয়ে উদযাপন করেন জাতির পিতার জন্মবার্ষিকী, একে একে খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারীগণ, গণমাধ্যম কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ, এমনকি গ্রাম পুলিশ সহ উপস্থিত দর্শকদের কেক মুখ করান মেখল ইউপি চেয়ারম্যান।

পরে ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আব্দুল মান্নানের যৌথ সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, প্রধান আলোচক ছিলেন- হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- মেখল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মালেক, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক রেজাউল আমিন বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইছা আহমেদ, মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার সৈয়দ মুহিবুল হক মুহিব, মেখল আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আব্দুল মান্নান, দানবীর হাছি মিয়া কম্পানী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মহিউদ্দিন দুলাল, ইছাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক মেম্বার মো. জাফর ইকবাল, আওয়ামী লীগ নেতা মফজল আহম্মদ মেম্বার, যুবলীগ নেতা এম এ মুন্না, খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, যুবলীগ নেতা মিজান রুবেল, ইলিয়াছ সিকদার, জি এম সরওয়ার আলম।

মেখল আওয়ামী লীগ নেতা- দেলোয়ার হোসেন, কাজী আব্দুশ শুক্কুর, উসমান, মহিউদ্দিন দুলাল, গাজী আলম, মো. রাশেদ, মাহবুব মেম্বার, গহিরা আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দীন, সাবেক শ্রমিক নেতা ইছা চৌধুরী।

ইউনিয়ন পরিষদের সাধারণ ওয়ার্ড সদস্যদের ৯ টি, সংরক্ষিত মহিলা সদস্যদের ১ টি, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১ টি ও ইউনিয়ন গ্রাম পুলিশদের ১ টি মিলে মোট ১২ টি ফুটবল দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রথম রাউন্ডের ৬ ম্যাচ শেষে ৩টি কোয়ার্টার ফাইনাল থেকে চারটি দলের মধ্যে ২ সেমিফাইনাল ম্যাচ খেলে ১নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ড দল ফাইনালে উন্নিত হয়।

টুর্নামেন্ট’টির ফাইনাল খেলা উদ্বোধন করেন- আমেরিকা প্রবাসী মো. ইমতিয়াজ উদ্দিন চৌধুরী ইনতু, ফাইনাল খেলার উদ্বোধনীতে সালাহউদ্দিন চৌধুরী চেয়ারম্যান ছাড়াও বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যাংকার সরওয়ার চৌধুরী, ইছাপুর খেলোয়াড় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আইয়ুব, ফজলুল কাদের চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনিছুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মো. আমজাদ।

ইউএই আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, যুবলীগ নেতা শেখ নুরুল ইসলাম রাশেদ, জিএম শিব্বির আহমেদ, মো. ইয়াছিন, সাইফুল ইসলাম ও কুয়েত আওয়ামী লীগ নেতা জিএম ইদরিস রানা।

ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড মহিলা সদস্য বেবী আকতার, খুরশিদা বেগম ও রহিমা বেগম।
ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, আমির হোসেন, উসমান গনি, জালাল উদ্দিন মুন্না, মো. মহসিন, মো. সেলিম, লাভলু ভট্টাচার্য, আব্দুশ শুক্কুর, এস এম কাইয়ুম।

ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীগণের মধ্যে- গাজী মোস্তফা খোকন, উদ্যোক্তা আরিফ প্রমূখ।

মেখল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মেখল ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইছাপুর খেলোয়াড় সমিতির সভাপতি কাজী মো. মন্জুর আলম মন্জু সংগঠনের সহ-সভাপতি রাসেদুল আলম চৌধুরীর পরিচালনায় ফাইনাল খেলায় ২-০ গোলে ৬নং ওয়ার্ডকে হারিয়ে ১ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে ম্যান অব দা ম্যাচ, ম্যান অব দা সিরিজ, সেরা খেলোয়াড়ের পুরস্কার সহ রানার আপ ট্রফি ও চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম