মীরসরাইয়ে সড়কে দাঁড়ানো ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আমিনুল ইসলাম (৩৫ নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
১৬ মার্চ (মঙ্গলবার) ভোরে৫টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই ইউটার্ন এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন। তবে তার নামপরিচয় জানা যায়নি। নিহত আমিনুল ইসলামের বাড়ি বগুড়ায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই ইউটার্ন একটি ট্রাককে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান আমিনুল ইসলাম।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি পাঠানো হয়েছে। দুর্ঘনায় নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত ব্যক্তিকে উপজেলা মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
পরবর্তী পোস্ট