শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি ঃ
রাউজানের প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ ও সামাজিক নেতৃবৃন্দ কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন রাউজান পৌর নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ ও কাউন্সিলর বৃন্দরা। সোমবার (১৫ মার্চ) সকালে মেয়র জমির উদ্দিন পারভেজ সকল কাউন্সিলরদের সঙ্গে নিয়ে
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির শ্রদ্ধেয় পিতা তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী’র, দৈনিক আজাদী প্রয়াত সম্পাদক মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ, মরহুম মোফাচ্ছেল আহমেদ চৌধুরী, মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবি ও মরহুম কামাল উদ্দিন আহম্মেদের করব জিয়ারত করে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এ সময় রাউজান পৌরসভার নবনির্বাচিত মেয়র এর সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আলমগীর আলী,বশির উদ্দিন খান,কাজী মোঃ ইকবাল,শওকত হাসান মোঃ জানে আলম জনি,এডভোকেট সমীর দাশ গুপ্ত,আজাদ হোসেন,এডভোকেট দিলীপ কুমার চৌধুরী ও জসিম উদ্দিন চৌধুরী। এছাড়া ও রাউজান উপজেলা আওয়ামী লীগ ও রাউজান পৌর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট