শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি :
রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিন ব্যাপি উন্নয়ন মেলা গত ২৮ মার্চ সম্পন্ন হয়েছে।এর আগের দিন ২৭ মার্চ উপজেলা মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।দুদিন ব্যাপি উন্নয়ন মেলায় উপচেপড়া ভীর ছিল লক্ষ্যনীয়। রোববার সমাপনী দিনে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্টান,পুরস্কার বিতরন অনুষ্টানে সভাপতিত্ত করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।পিআইও নিয়াজ মোরসেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল,পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,ওসি আবদুল্লাহ আল হারুন,পল্লী বিদ্যুৎ ২ এর জিএম আবুল কালাম, কাউঞ্চিলর জানে আলম জনি,চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু প্রমুখ।মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্টানের পক্ষ থেকে স্টল দেওয়া হয়।কৃষি বিভাগের স্টলটিতে গুরত্ত সহকারে বঙ্গবন্ধুর একটি ছবি অংকন করা হয়।যার উপকরন ছিল সূর্যমুখী ,মোশর ডাল সহ নানা ফল মুলের বিচির সাহায্য।রাতে সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশিত হয়।এরপর বিভিন্ন প্রতিষ্টান ও ব্যাক্তিকে পুরস্কার তুলে দেন অথিতিরা।রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিনকে পুরুস্কার তুলে দেন নবনির্বাচীত মেয়র জমির উদ্দিন পারভেজ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট