শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে পালিত হয়নি হেফাজতে ইসলামের ডাকা হরতাল। প্রতিদিনের মত রাউজানের প্রতিটি সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করেছে। এছাড়াও চট্টগ্রাম রাঙ্গামাটি ও চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজান অংশে স্বাভাবিক গাড়ি চলাচল করতে দেখে যায়। অফিস আদালত ব্যাংক বিমা হাটবাজার যথানিয়মে চলেছে। উপজেলা মাঠে আয়োজিত উন্নয়ন মেলায় উপচে পড়া ভীড় ছিল। উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল নগরেরর বাসা থেকে এসে প্রতিদিনের মত অফিস করেছেন রবিবারও। পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ পৌর কার্যালয়ে দাপ্তরিক কাজ করেছেন সকাল ১০ টা হতে। হেফাজতের হরতাল ছাড়াও আগেরকার দেশ ব্যাপি বিএনপি জমাত জোটের হরতালের সময় রাউজানে হরতাল পালিত হতোনা। রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর ঘোষনা ছিল রাউজানে কাউকে হরতাল করতে দেওয়া হবেনা। সে অনুযায়ী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সকাল থেকে মুন্সিরঘাটা এলাকায় অবস্থান নেয়। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে সরেজমিন ঘুরে দেখা গেছে সড়কে যানবাহন চলছে। এদিকে উপজেলা সদর ফকির হাট, জলিলনগর, মুন্সিরঘাটা,গহিরা চৌমহুনী, পথেরহাট, জিয়াবাজার,পাহাড়তলি, আমিরহাট সহ বিভিন্ন বাজারের দোকানপাটে স্ববাভাবিক কেনা বেচা চলছে। মুন্সিরঘাটাসহবিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। রোববার বিকেলে হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ। সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, ইরফান আহম্মদ চৌধুরী, জানে আলম জনি, মুছা আলম খাঁন চৌধুরী, আব্দুল লতিফসহ অনেকেই।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
পূর্ববর্তী পোস্ট
রাউজান ফকির হাট কাঁচাবাজার ও মৎস্য ব্যবসায়ী সমিতির অভিষেক ও সংবর্ধনা
পরবর্তী পোস্ট