চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কার না করায় এলাকাবাসীর দূর্ভোগ চরমে ওঠেছে। গেল কয়েক বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও এ রাস্তা সংস্কার না করায় স্থানীয়দের চলাচলে ভোগান্তি হচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের দক্ষিণ সুন্দরপুর থেকে ছয়শ্রী গ্রামের প্রায় দেড় কিলোমিটারের এ রাস্তাটি সংস্কার অতিব জরুরী। এ রাস্তাটি সংস্কার না করা হলে স্থানীয়দের দূর্ভোগ দিন দিন আরোও বৃদ্ধি পাবে। আর রাস্তাটি সংস্কার করা হলে স্থানীয়দের দূর্ভোগ লাগব হবে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার দুটি স্থানে সুতাং নদীর সামান্য ভাঙ্গনের ফলে এ দূর্ভোগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, প্রায় ৩‘শত ফুট রাস্তায় মাটি ভরাট করে দিলেই এ রাস্তাটি ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।
বাইপাস এ রাস্তাটি দিয়ে অত্র ইউনিয়নের ঘনশ্যামপুর, সুন্দরপুর, আমু চা বাগান, ছয়শ্রী, গনকিরপাড় সহ নালুয়া চা বাগান এলাকার প্রায় ৫ হাজার লোকজন চলাচল করে।