1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় শিলাইগড়া এলাকাবাসীর উদ্যোগে পবিএ মেরাজ উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ভেলাজান আনছারিয়া ফাজিল মাদ্রাসা আদালতের নির্দেশ অমান্য করে নিয়োগ পরীক্ষা ! হক কমিটির উদ্যোগে রাউজানে প্রচন্ড তাপদাহের মধ্যে পথচারী ও শ্রমজীবি মানুষের শরবত বিতরন তিতাসে তীব্র তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন মু. দেলোয়ার হোসেন পলাশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে তীব্র তাপপ্রবাহের মধ্যেই গাছ কেটে সাবাড় করছে বন বিভাগ রাউজানে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ- পথচারীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাউজানে গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁওয়ে বৃষ্টির পানির প্রত্যাশায় বিশেষ নামাজ আদায় রাজধানীতে এক আলোচনা সভায় বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলা কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, তাই বাংলা কলেজ কে বিশ্ববিদ্যালয় রূপান্তরের  দাবী ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে উপজেলা পরিষদ নির্বাচনে চাচা ও বাবা-ছেলে লড়াই ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি !

আনোয়ারায় শিলাইগড়া এলাকাবাসীর উদ্যোগে পবিএ মেরাজ উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারা সংবাদ দাতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ১৭৮ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নে ৪নং ওর্য়াড শিলাইগড়া এলাকাবাসীর উদ্যোগে পবিএ মেরাজ শরীফ উপলক্ষে মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় ঈদ-এ মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ই মার্চ) শিলাইগড়া গন পাঠাগার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আতিকুল হক
(বাবুল) এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং বারখাইন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী (শাকিল)এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়ন ৪নং ওর্য়াড শাখার সভাপতি জনাব,হাজী মোহাম্মদ বাঁচা মিয়ার সভাপতিত্বে মাহফিলের উদ্বোধন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ ৬নং বারখাইন ইউনিয়ন ৪নং ওর্য়াড শাখার সাধারন সম্পাদক ও ই উ পি সদস্য জনাব,রিদুয়ানুল হক (রহিম),
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব,শায়ের জগতের উজ্বল নক্ষএ,আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোক্তার আহমেদ রজবী সাহেব(খতিব-মসজিদে গরীবে নেওয়াজ বাদুরতলা,চট্টগ্রাম)প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,লেখক,গবেষক ও বীর মুজাহিদ,আলহাজ্ব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী(খাদেম-বিশ্ব জাকের মনজিল,ফরিদপুর)এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম এর মধ্যে উপস্থিত ছিলেন,মাওলানা মুহাম্মদ আবদুর রহিম (খতিব-জলিল নছিমা জামে মসজিদ)মাওলানা মুহাম্মদ ইব্রাহিম ফয়েজী(খতিব-হাজী আহমদ মিয়া জামে মসজিদ),মাওলানা মোহাম্মদ আবু ছালেক নেজামী(খতিব -বক্স আলী ফৌজদার জামে মসজিদ),মাওলানা শেখ
মোহাম্মদ মহিউদ্দিন(খতিব-সৈয়দ বাড়ি নুরী জামে মসজিদ),মাওলানা নুর মোহাম্মদ(পেশ ইমাম-তৈয়বীয়া নুরীয়া জামে মসজিদ),হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ(পেশ ইমাম-হাজী আতর আলী জামে মসজিদ),মাওলানা মোহাম্মাদ আজিজুর রহমান হেলালী(খতিব বশির উল্লাহ মাতব্বর জামে মসজিদ) হাফেজ মোহাম্মদ ইকবাল (পেশ ইমাম-বশির উল্লাহ মাতব্বর জামে মসজিদ)মোহাম্মাদ আবদুল মালেক(পেশ ইমাম জলিল নছিমা জামে মসজিদ),হাফেজ মোহাম্মাদ আবু ছৈয়দ(বক্স আলী ফৌজদার জামে মসজিদ)শিলাইগড়া।

এতে সম্মানিত বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম টুন্টু (বিশিষ্ট সমাজ সেবক)জনাব,বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ(বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ)
জনাব,মোঃআবুল হাশেম(সাধারন সম্পাদক শিলাইগড়া গন পাঠাগার),জনাব,হাজী মোঃওসমান আলী(বিশিষ্ট সমাজ সেবক), জনাব আবুল কাশেম (সাবেক মেম্বার,সভাপতি হাজী আতর আলী কেন্দ্রীয় জামে
মসজিদ)জনাব,মোহাম্মদ জাহাঙ্গীর তালুকদার (সভাপতি, শিলাইগড়া গন পাঠাগার) জনাব,মোহাম্মদ আমিনুল ইসলাম(বিশিষ্ট সমাজ সেবক),মোঃসিরাজ(বিশিষ্ট সমাজ সেবক)মোঃইলিয়াস(বিশিষ্ট সমাজ সেবক) এবং মাহফিল উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ দিদারুল ইসলাম মিঠু (আহবায়ক),মোঃমোরশেদুল আলম(সদস্য সচিব),মোঃআবু হানিফ (অর্থ সচিব),মোঃমিজানুল হক(সিনিয়র সদস্য)মোঃইমতিয়াজ উদ্দীন রুবেল(সিনিয়র সদস্য)মোঃ নাজিম উদ্দীন(সিনিয়র সদস্য)মোঃআজিম উদ্দীন (সিনিয়র সদস্য),
মোঃহারুন,মোঃশাহাদাত হোসেন,মোঃশফিউল আলম (শফি),
মোঃইসতিয়াক উদ্দিন (রাসেল),মোঃমোয়াজ্জেম হোসেন (মানিক),মোঃজসিম উদ্দীন,মোঃমোবারক আলী (মুন্না),মোঃমনিরুল হক (আজাদ),মোঃশাখাওয়াত হোসেন (হৃদয়),মোঃজামশেদুল ইসলাম,মোঃতাহমিদ হোসেন (সাকিব), মোঃহাসিবুল হাসান আতিক,মোঃজুয়েল
রানা,মোঃমনজুর,মোঃমন্নান,এবং অএ এলাকার গন্যমান্য ব্যাক্তী বর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রদান বক্তার বক্তব্যে আলহাজ্ব আল্লামা মুফতী আলাউদ্দীন (জিহাদী)বলেন,প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)আল্লাহর দাওয়াতে মেরাজ শরীফে মেহমান হয়ে যাওয়া এবং হক সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান দেন,পাঁচ ওর্য়াক্ত নামাজ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ(সঃ)দেখানো পথ অনুসরন করতে বলেন,এবং পরিশেষে দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম