1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাগরের পানিতে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব ও পরিবেশ রক্ষায় নদ-নদীর ভুমিকা শীর্ষক নোঙরের ভাসমান সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত টেকনাফ-সেন্টমার্টিন নৌ–রুটে স্পিডবোট ডুবি, মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়েই খালেদা জিয়ার চিকিৎসা চলছে: ফখরুল গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ : বাণিজ্য উপদেষ্টা বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে ‘সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫’ জারি প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড নির্বাচনকে উৎসবমুখর করতে কাজ করছে প্রশাসন-রামগড়ে জেলা প্রশাসক আনোয়ার সাদাত আইনের পথ পেরিয়ে বিশ্বমঞ্চে: আজ তরুণ অর্ক রায়ের অনুপ্রেরণার জন্মদিন মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন

সাগরের পানিতে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব ও পরিবেশ রক্ষায় নদ-নদীর ভুমিকা শীর্ষক নোঙরের ভাসমান সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৩১ বার

কক্সবাজার প্রতিনিধি।
সাগরের পানিতে প্লাস্টিক বর্জ্য কি কি ক্ষতি সাধন করে এবং আমাদের পরিবেশ রক্ষায় নদ নদীর ভুমিকা শীর্ষক একটি ভাসমান সভা করেছে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ।

শুক্রবার বিকেলে নোঙর কক্সবাজার ইউনিটের আয়োজনে বঙ্গোপসাগারের মোহনায় পেকুয়া মগনামা-কুতুবদিয়া চ্যানেলে এ সভাটি অনুষ্টিত হয়।

সভায় কক্সবাজার জেলা ইউনিটের আহবায়ক ড. জাকির হাওলাদারের সভাপতিত্বে সদস্য সচিব এফ এম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোঙর বাংলাদেশের সভাপতি সুমন শামস, প্রধান অতিথির বক্তব্য রাখেন, মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাম্মণবাড়িয়া জেলা ইউনিটের সম্পাদক খালেদা মুন্নি, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আব্দুল আলিম গিয়াস প্রমুখ।

সভায় বক্তরা বলেন, সমুদ্রের পানিতে প্লাস্টিক বর্জ্য দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলে। প্লাস্টিক বর্জ্য উদ্ভিদকুল, সাগর ও নদীর জলজ প্রাণী, বিশেষ করে কুতুবদিয়ার মতো দ্বীপ অঞ্চলের জলজ প্রাণীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে এ বর্জের ফলে।

তারা আরো বলেন, সকল প্রকার প্লাস্টিক বর্জ্য জলজ প্রাণীর বাসস্থান, খাদ্য সংগ্রহের স্থান ও খাদ্য গ্রহণের পথে বাধার সৃষ্টি করে চলেছে।

শুধু তাই নয় মানুষও প্লাস্টিক দূষণের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে দাবী করেন বক্তারা।

তারা কোন প্রকার প্লাস্টিক বর্জ্য সাগর নদীর পানিতে না ফেলাসহ প্লাস্টিক ব্যবহারে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোঙর ব্রাম্মণবাড়িয়া জেলা ইউনিটের সভাপতি শামিম আহমেদ, সহসভাপতি মুনিরুল ইসলাম, ট্রেজারার শিপন কর্মকার, কেন্দ্রীয় সদস্য দর্পন জামিল, আমিনুল হক, এফ এইচ সবুজ, কক্সবাজার জেলা ইউনিটের সদস্য মাস্টার জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আব্দুল্লাহ, ডাক্তার আশেক উল্লাহ, পেকুয়া উপজেলা নোঙরের আহবায়ক ইসমাইল খান, সদস্য সচিব আবু ছাদেক, সদস্য নুরুল আমিন, নাজমুন নাহার নৌরিন, নুর আয়েশা খান ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আজগর হোছাইন, পেকুয়া রোবার স্কাউর্টসের মোহাম্মদ ছাদেক, জাহেদুল ইসলাম বাবু, আসাদুজ্জামান নুরসহ জেলা নোঙরের সকল ইউনিটের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি সচেতনতামুলক র‌্যালি মগনামা ঘাটঁ থেকে বের হয়ে প্রধান সড়ক হয়ে মগনামা ঘাট বাজারে এসে শেষ হয় সেখানে বক্তারা সাগরের পানিতে প্লাস্টিক বর্জ্য না ফেলার অনুরোধ জানান এই ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ পেকুয়া সদরের ভোলা খালে ররাসায়নিক ফেলে জলজ প্রাণী হুমকির মুখে পড়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত যারা এসব পদার্থ ফেলে পানির এতবড়ো ক্ষতি করছেন তাদের আইনের আওতায় আনার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net