1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশে ঝাঁক জমক পূর্ণ পরিবেশে প্রর্থীদের মনোনয়ন পত্র দাখিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

পলাশে ঝাঁক জমক পূর্ণ পরিবেশে প্রর্থীদের মনোনয়ন পত্র দাখিল

পলাশ থেকে নাসিম আজাদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ১০৪ বার

আগামী ১১ এপ্রিল সারা দেশে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা রয়েছে।
এর মধ্যে নরসিংদী জেলায় দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন দুটি হলো, পলাশ উপজেলার গজারিয়া ও ডাংগা।
ইতিমধ্যে প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
১৮ মার্চ বুধবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।

দুটি ইউনিয়নে এ রিপোর্ট লেখা পর্যন্ত, চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামান ভূঁইয়া।
তাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় ভাবে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। মোহাম্মদ আলমগীর, সতন্ত্র প্রার্থী জাকির হোসেন চৌধুরী, নাসির উদ্দীন, কামাল হোসেন,রফিকুল ইসলাম ও ফকির আব্দুল মতিন।
অপরদিকে ডাংগা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেরুল হাই, কাউসার মাহমুদ ও মোহাম্মদ কামাল হোসেন। পলাশ উপজেলা নির্বাচন অফিসে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এর আগে সকাল ১০ টায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগ ইউনিয়ন কমপ্লেক্সে চত্বরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ওবায়দুল কবির মৃধা।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বদরুজ্জামন ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খোকা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর, মীর আমিনুল,সায়েদুল আলম মাসুম ও রুহুল আমীন স্বপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম