1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে লালমনিরহাটে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে লালমনিরহাটে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

লাভলু শেখ,স্টাফ রিপোর্টার লালমনিরহাট,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১৬৩ বার

লালমনিরহাট জেলার ৫ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ও জেলার বিভিন্ন এলাকায় বোরো ধান চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবার বোরো ফলন ভালো হবে। বীজ, সার ও কিটনাশক ঔষুধের পর্যাপ্ত সরবরাহসহ আবহাওয়া অনুকুলে থাকায় এবার এ জেলায় বোরোর আবাদে বাম্পার ফলন পেতে যাচ্ছে বলে জানান, স্থানীয় কৃষকরা। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের ধান চাষী জহুরুল ইসলাম ও মো: নুর আলমসহ একাধিক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় বোরো ধান চাষে কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে। এ বছর ধান খেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকুলে থাকলে লালমনিরহাট জেলায় ধানের বাম্পার ফলন হবে বলে কৃষি বিভাগও আশাবাদী। তবে আগাম জাতের ধান ১ মাসের মধ্যে বাজারে পাওয়া যাবে কৃষক জানান। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, চলতি মৌসুমে এ জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪৭ হাজার ২০০ হেক্টর জমিতে। তবে জেলায় আবাদও হয়েছে ৪৭ হাজার ২০০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাএা ছাড়িয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net