1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় মানবিক জনপ্রতিনিধির সোস্যাল মিডিয়ায় মানবিক স্টাটাস - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ মে ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র হাবিব অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আনোয়ারা উপজেলা নির্বাচনে দলমত নির্বিশেষে সবার কাছে আনারস মার্কায় ভোট চাইলেন কাজী মোজাম্মেল নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫ ঠাকুরগাঁওয়ে নিবির হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ রাউজানে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় আটক- ৩ ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট ! Memperkenalkan Slot Sweet Bonanza: Sensasi Manis dari Dunia Perjudian Online Mengenal Lebih Dalam Permainan Slot 888 Bonanza dan Slot Lainnya ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্র হাবিব অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫

আশুলিয়ায় মানবিক জনপ্রতিনিধির সোস্যাল মিডিয়ায় মানবিক স্টাটাস

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ১৩৬ বার

সাভার উপজেলার আশুলিয়ায় মানবিক জনপ্রতিনিধির সোস্যাল মিডিয়ায় মানবিক স্টাটাস দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন।

ফেচবুক স্টাটাস সুত্রে জানাযায় তিনি ১৫এপ্রিল রোজ বৃহস্পতিবার রাত ১১টা ৪২ মিনিটে তার নিজ সামাজিক যোগাযোগ মার্ধ্যম ফেজবুক প্রোফাইলে একটি স্টাটাস দেন।

স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো ঃ আমার নির্বাচনী এলাকা ইয়ারপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের গুমাইল, বুড়ির পাড়ার কোন বয়স্ক ব্যক্তি(পুরুষ ৬৫ মহিলা ৬২) যদি বয়স্ক ভাতা নিতে ইচ্ছুক থাকেন তাহলে অতি শিঘ্রই আমার সাথে যোগাযোগ করেন।

মোঃবকুল হোসেন সরকার
মেম্বার ৫ নং ওয়ার্ড,ইয়ারপুর ইউনিয়ন পরিষদ।

একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এরকম একটি স্টাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মার্ধ্যমসহ তার নির্বাচনী ওয়ার্ডের জনগনের কাছে আলোড়ন সৃষ্টি করেছেন।

তার নিজ ওয়ার্ডের বাসিন্দা নাম না প্রকাশের শর্তে এ প্রতিবেদককে বলেন, এলাকায় তার এ স্টাটাসে শোরগোল পরে গেছে। বয়স্ক ভাতার জন্য যেখানে মেম্বার চেয়ারম্যানদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় টাকা অগ্রীম জমা দিতে হয়, দু’চার জোরা জুতাও খয় করতে হয় তবু বয়স্ক ভাতার কার্ড জুটেনা আর সেখানে মেম্বার নিজেই বয়স্ক ভাতার কার্ডের জন্য লোকখোজার জন্য ফেচবুকত লিখছে। গুমাইল বুড়িপারার ফজর আলী বলেন, বকুল মেম্বার খুবই সহজ সরল স্বভাবের কারণে সবাই তাকে ভালোবাসে, মেম্বারক যখন যে প্রয়োজনে দরকার হয় ডাকলেই আসে, আর মেম্বারের মোবাইলত কল দিলে ব্যাস্ত থাকলেও পরে কল ফেরত দিতে থাকে ফোন না ধরা পর্যন্ত। হামরা মেলা মেম্বার দেখছি ফোন দিলে ফোন ধরেনা, কল বেকও করেনা। এবার বকুল মেম্বার ভোটত দারাইলে আবার মেম্বার হইবে। এলাকার মানুষ আবার বকুল মেম্বারক চায়।

বকুল মেম্বার বর্তমান করোনা পরিস্থিতিতে পবিত্র মাহে রমজান মাসের শুরু হওয়ার আগ মুহুর্ত থেকে খাদ্য দ্রব্য সহ বিভিন্ন সহোযোগিতা করে আসছেন ওয়ার্ডের বাসিন্দাদের জন্য।

এ বিষয়ে মুটো ফোনে বকুল মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার সাধ্যমত ওয়ার্ডের বাসিন্দাদের জন্য আন্তরিক ভাবে সার্বিক সহযোগিতার চেস্টা অব্যাহত রেখেছি।

বয়স্ক ভাতার বিষয়ে জানতে চাইলে তিনি বিশেষ প্রতিবেদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউন হওয়ায় বয়স্কভাতা যোগ্যপ্রাপ্তদের বাড়ী বাড়ী গিয়ে খোজার পরিবেশ না থাকায় এ স্টাটাস, আর এর মার্ধ্যমে ওয়ার্ডের প্রকৃত বয়স্কদের বের করা সম্ভব।
আমি আমার ওয়ার্ডের বাসীন্দাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সকলে নিরাপদে থাকুন, নিরাপত্তা দূরত্ব বজায় রেখে অতিব প্রয়োজনে চলাফেরা করুন, অযথা বাহীরে বের হওয়া থেকে বিরত থাকুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম